আনেক সময় আমাদের কম্পিউটারে বার বার একটা ম্যাসেজ আশে যে Malware Detected। এই Malware শব্দটির অর্থ Malicious Software.

আনেক সময় আমাদের কম্পিউটারে বার বার একটা ম্যাসেজ আশে যে Malware Detected। এই Malware শব্দটির অর্থ Malicious Software. মানে ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম। যে সকল প্রোগ্রাম কম্পিউটার এর ক্ষতির কারণ হয় সেগুলোকেই ম্যালওয়্যার বলে। যদিও ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়্যার কম্পউটারের ক্ষতিসাধনের জন্য তৈরী করা হয়, কিন্তু বর্তমানে অনেক ম্যালওয়্যার সংগঠিত অপরাধীদের দ্বারা ক্রেডিট কার্ড নম্বর এবং অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি করার জন্য ব্যবহৃত হয় | এগুলো থেকে নিরাপদ থাকার জন্য আপনাকে একটি অ্যান্টিভাইরাসের সহায়তা নিতেই হবে এবং এর চেয়েও যেটা বেশি জরুরী, ‘আপনাকে সচেতন থাকতে হবে।’ অযথাই অপ্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল করা থেকে বিরত থাকুন এবং বিভিন্ন চেনা জানা সফটওয়্যার এদের অফিশিয়াল সাইট থেকেই ডাউনলোড করুন। প্যাচ এবং কী-জেন ব্যবহার করা থেকে বিরত থাকুন। আশা করি, এতেই এইসব বিপদের হাত থেকে অনেকটুকুই রক্ষা পাবেন।