ডিপ্লোমা শিক্ষার্থীদদের শিক্ষানীতি বাস্তবায়ন দাবি

পটুয়াখালীতে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭ টি লক্ষের ১৬৯ টি টার্গেটের ৪র্থ লক্ষ্য সবার জন্য একীভুত এবং সাম্যভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ, শিক্ষা-২০৩০ বিষয়য়ক এক মতবিনিময় সভায় পটুয়াখালী পলিটেকনিকের সিভিল ৬ষ্ঠ পর্বের ছাত্র ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ পটুয়াখালী ইউনিটের কো-অর্ডিনেটর এ্যাকটিভ সিটিজেন্স-মোঃ জহিরুল ইসলাম শিক্ষানীতি-২০১৫ বাস্তবায়নের দাবি উত্থাপন করেন। তিনি বলেন, উন্নত দেশ গুলিতে কারিগরি শিক্ষার হার ৬০/৭০ শতাংশ, আর বাংলাদেশে মাত্র ১২ শতাংশ। দেশকে ডিজিটাল এবং এসডিজি’র এজেন্ডা বাস্তবায়ন করতে কারিগড়ি শিক্ষার বিকল্প নাই । আর এ শিক্ষাকে ব্যাপকভাবে প্রসার করানোর জন্য বর্তমান সরকারের উদ্যোগগুলোকে স্বাগত জানিয়ে বলেন কারিগড়ি শিক্ষার প্রতি আন্তরিক, বাজেট বৃদ্ধি ও ব্যাপক প্রচার অভিযান করতে হবে। এছাড়াও শিক্ষানীতি ২০১৫ বাস্তবায়ন করলে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পলিটেকনিক থেকে ডিপ্লোমা করা ছাত্ররা উচ্চ শিক্ষার সুযোগ পাবে। তখন কারিগরি শিক্ষার প্রতি ছাত্রদের আকর্ষণ বাড়বে। যদি খুব শীগ্রই শিক্ষা নীতি ২০১৫ বাস্তবায়ন করা না হয়, তাহলে পলিটেকনিক শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ন আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন তিনি। এসময় তার বক্তব্যকে সমর্থন জানান সভায় উপস্থিত অতিথিরা। –