প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার
মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
****************************
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এবং প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মাগরিব নামাজের পর তাঁর (ড. ওয়াজেদ মিয়া) বাসভবন ধানমন্ডির সুধাসদনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এ ছাড়া মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মরহুম ড. ওয়াজেদ মিয়ার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাংখী ও প্রতিবেশীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, শামসুল হক টুকু এমপি, সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এবং বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল।

মাহফিলে ড. ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদদের বিদেহী আত্মার শান্তি
এবং সেই সাথে দেশ ও জাতির অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।