বরিশাল পলিটেকনিকের ৫০ বছর পুর্তি

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট’র ৫০ বছর পুর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ৫০ বছর পুর্তি অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি, এ কে এম এ হামিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার মাইনুর রহমান, ৫০ বছর পুর্তি উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মো. নজরুল ইসলাম নিলু। সভাপতিত্ব করেন ৫০ বছর পুর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আলমগীর খান অলো। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউট’র অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন। মুল বক্তব্য উপস্থাপন করেন ৫০ বছর পুর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) বরিশাল শাখার সভাপতি এফ এম সাখাওয়াত হোসাাইন। ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর প্রথমবারের মত আয়োজিত প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনীতে গুরুজন সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজনে দক্ষিণাঞ্চলের কারিগড়ি শিক্ষার সর্ববৃহৎ এই বিদ্যাপিটের ৫০ বছর পুর্তি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেন, পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল হবে অর্থনৈতিক রাজধানী। জাতীয় উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিয়াররা ভুৃমিকা রাখছে। সরকার এ কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। বরিশাল পলিটেকনিক ইনষ্টিটিউট এ নতুন দশতলা ভবন নির্মান হচ্ছে, ডিপার্টমেন্ট বাড়ানো হচ্ছে। অচিরেই দেশে প্রতি বছরে ১ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থী ভর্তি হতে পারবে। ৫০ বছর পুর্তি অনুষ্ঠান উপলক্ষে অয়োজিত প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনীতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর সকল ব্যাচের পাশ করা, দেশ-বিদেশে অবস্থানরত প্রকৌশলিবৃন্দরা উপস্থিত থাকবেন।