শতকরা

শতকরা

শতকরা শুনে অনেকেই ভয় পান। কিন্তু শতকরা ভগ্নাংশ ছাড়া আর কিছুই নয়। শতকরা বলতে বুঝায় ১০০ এর মধ্যে কত।

৭০% মানে ১০০ তে ৭০।

তাহুলে, ৫০০ এর ৭০% হল ৭০*৫০০/১০০ = ৩৫০।

সাধারণত শতকরা একটি সংখ্যার সাথে থাকে। যেমন, মোট ছাত্রের ২০% কিংবা বেতনের ৭০%।

শতকরার মজার ব্যাপার হল,

৭০% কে লিখতে পারেন .৭;

৮০% কে লিখতে পারেন .৮।

কেন এমন??

আগেই বলেছি শতকরা মানে ১০০ এর মধ্যে। ৭০% মানে ৭০/১০০ = .৭

এটি সহজে গুণ করতে কাজে লাগে।

৫০০০ এর ৫০% কত? ৫০০০* ০.৫=২৫০০

৭০ এর ৩০% কত? ৭০*০.৩= ২১

শতকরা কেন দরকার?

ধরুন আপনি একটি পরীক্ষায় ৫৭ পেলেন। অন্য একটি পরীক্ষায় ৪৭ পেলেন। কোনটিতে আপনি ভাল করেছেন?

মনে হতে পারে ৫৭ তে।

এখন মনে করুন,