উচ্চশিক্ষা অর্জন কিংবা চাকরি; সব দিক থেকেই এগিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশ। বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশের স্টুডেন্টদের জন্যও রয়েছে স্টাডি অ্যাব্রড এবং ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ।

উচ্চশিক্ষা অর্জন কিংবা চাকরি; সব দিক থেকেই এগিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশ। বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশের স্টুডেন্টদের জন্যও রয়েছে স্টাডি অ্যাব্রড এবং ক্যারিয়ার গঠনের সুবর্ণ সুযোগ। তবে মেধা থাকা সত্ত্বেও সঠিক নির্দেশনার অভাবে আমাদের দেশের অনেক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। তাই পিছিয়ে না পড়ে, কিভাবে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে থাকা যায় এই বিষয়ে সঠিক গাইড-লাইন জানাতে ASCE Student Chapter, DUET এবং GREC এর যৌথভাবে আয়োজন করেছে হায়ারস্টাডি অ্যাব্রড অ্যাসপিরান্টদের জন্য উচ্চশিক্ষা অর্জনের দিক নির্দেশনা নিয়ে বিশেষ সেমিনার।
============সেমিনারের সময় ও স্থান==============
সময়: দুপুর ২টা, ২৫ মে
স্থান: ৩১১, সেমিনার রুম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)
================বক্তা হিসেবে থাকছেন================
১. ড. মামুন রশিদ, অ্যাসিসটেন্ট প্রফেসর, অ্যাপালসিয়ান কলেজ অব ফার্মাসি, ইউএসএ এবং গ্রেক সিইও
২. এহসান সুয়েজ, গ্রেক ফ্যাকাল্টি
৩. রাজন ভুইয়া, আয়েল্টস ইন্সট্রাক্টর (আয়েল্টস ব্যান্ড: ৮.০)
================সেমিনারে যা যা থাকছে================
* জিআরই পরীক্ষার প্রস্তুতি
* হায়ারস্টাডি সম্পর্কে স্পষ্ট ধারনা প্রদান
* হায়ারস্টাডি এবং জিআরই প্রস্তুতির গাইড-লাইন এবং আমেরিকায় উচ্চশিক্ষা অর্জনে সম্ভাবনা
* ফান্ডিং নিয়ে আমেরিকান ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার পূর্ণাঙ্গ তথ্য
আলোচনা থাকছে সম্পর্কিত খুঁটিনাটি আরও অনেক বিষয় নিয়ে