ডুয়েট রোবোটিক্স রিসার্চ গ্রুপ আর ইনস্টিটিউট অথবা ডিপার্টমেন্ট অফ রোবোটিক্স ও মেগাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে একান্ত ভাবনা

তোমরা আমাদের যারা ডুয়েটের ছাত্র রয়েছো তাদের জন্য বলবো তোমরা যন্ত্রকৌশল ডিপার্টমেন্ট এর নাঈম মোহাম্মদ লুৎফুল হক স্যার. তড়িৎ কৌশল, আইপিই ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরুণ অনুপ্রাণিত সম্মানিত মেধাবী শিক্ষকদের সাথে নিয়ে রোবোটিক্স মৌলিক ও ফলিত গবেষণা ও সৃজনশীলতা নিয়ে অগ্রসর হও | নাঈম মোহাম্মদ লুৎফুল হক স্যার এর নাম এজন্য বলছি উনি পিএইচডি এর কাজটা রোবোটিক্স এর মৌলিক ও ফলিত গবেষণা নিয়ে করেছেন আর উনার বন্ধুত্বপূর্ণ আচরণ ও সৃজনশীলতা – এ বিষয়ে অনেক ধারণা রয়েছে | আমার বিশ্বাস আগামী এক বছরের মধ্যে তোমরা বিশ্বকে চমকে দিতে পারবে | তোমাদের সৃষ্টি পেটেণ্ট হিসেবে মর্যাদা পাবে আর গবেষণাপত্র বিভিন্ন জার্নাল এ প্রকাশিত হবে | আর আমরা তো সব বুড়োরা আছিই | আমার বিশ্বাস তোমরা যদি পরিকল্পনা নিয়ে আগাতে পারো তবে আমাদের প্রাণের ডুয়েট রোবোটিক্স এর ক্ষেত্রে দেশ ও বিশ্বকে নেতৃত্ব দিবে | শিক্ষক ও ছাত্র মিলে যদি ডুয়েট রোবোটিক্স রিসার্চ গ্রুপ তৈরী করা যায় তবে আর কেউ আমাদের পিছিয়ে রাখতে পারবেনা | তোমরা ডুয়েট রোবোটিক্স রিসার্চ গ্রুপ যত তাড়াতাড়ি সম্ভব গড়ে তুলো | আর ইনস্টিটিউট অথবা ডিপার্টমেন্ট অফ রোবোটিক্স ও মেগাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডুয়েট এ খোলা যেতে পারে | আর প্রতিটা ক্ষেত্রে সমন্বয় আর সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা গুরুত্বপূর্ণ | তোমরা অগ্রসর হও বিশ্ব বিজয়ের পথে |