ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ?

যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাদের কথা চিন্তা করেই, কর্মশালাটি একদম ফ্রি ।
.
এই বিশেষ কর্মশালায় যে সকল বিষয় এর উপর বিশেষ গুরুত্ত দেয়া হয়েছেঃ

১। ফ্রিল্যান্সিং কি ?
২। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ?
৩। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ?
৪। ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানতে হয় ?
৫। কোন কোন কাজ সসবচেয়ে সহজ এবং আয় বেশি?
৬। কাজগুলো শিখবেন কিভাবে ?
৭| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কোন কাজ গুলোর চাহিদা সব চাইতে বেশি ?
৮। payment কিভাবে পাবেন?
৯। টাকা পাওয়ার নিশ্চয়তা আছে কি? আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং করার সুবিধাগুলো কি কি?
===================================================
অ্যাডভান্স এস.ই.ও
===================================================
১। এস.ই.ও. কি
২। বর্তমান মার্কেটপ্লেসগুলোতে এস.ই.ও. এর চাহিদা কেমন
৩। ফ্রিল্যান্সার হিসেবে এস.ই.ও. নিয়ে ক্যারিয়ার শুরু করলে কি কি সুবিধা পাবেন ।
৪| এস.ই.ও. মেইন্টেনেন্স এ pixelsolutionbd IT আপনাকে কি কি সহযোগীতা করবে?
===================================================
সি পি এ মার্কেটিং
===================================================
# সি পি এ (CPA) কেন করবেন?
উওর: সি পি এ (CPA) কাজ তুলনামূলক সহজ। বিড ছাড়াই কাজ করা যায় এবং পেমেন্ট অনেক বেশী ও প্রতি ৭ দিন পর পর টাকা তুলতে পারবেন।
# সিপিএ মার্কেটিং নতুনদের জন্য সহজ কেন?
উওর: এই কাজটি খুবই সহজ। এখানে সাধারণত যে ধরনের কাজ করতে হয়, Email Submit, Zip Submit, Simple Signup, Download etc.
# সি পি এ (CPA) ক্যারিয়ার কেমন?
উওর: সি পি এ হলো বিলিয়ন ডলারের মার্কেটপ্লেস। অনলাইনে আয়ের একটি বড় মাধ্যম হলো সি পি এ (CPA)। শুধুমাত্র সঠিক গাইডলাইন ও দিক নির্দেশনার অভাবে অনেকেই এই মার্কেটপ্লেসে সফলভাবে কাজ করতে পারছেন না। এখানে বড় সুবিধা হল আপনি কোন প্রকার বিড করা ছাড়াই কাজ করতে পারবেন। আমাদের এই কোর্সটি সম্পন্ন করে আপনিও হতে পারেন এই বিলিয়ন ডলারের মার্কেটপ্লেস এর যোগ্য উত্তরসূরী।
# সি পি এ (CPA) থেকে কত সময় লাগবে ইনকাম করতে?
উওর: আমাদের এখানে অনেকেই কোর্স চলাকালীন আয় করে গেছেন। তবে আপনি ভালোভাবে কাজ করলে ১/২ সপ্তাহের মধ্যে আয় জেনারেট করতে পারবেন।
# সি পি এ (CPA) থেকে মাসে কত ইনকাম করা যাবে?
উওর: ফ্রি ট্রাফিকে কাজ করলে প্রতিদিন 10- 20 ডলার ইনকাম করা যায়। আর পেইড ট্রাফিকে কাজ করলে ইনকাম হয় বহুগুন।
# সি পি এ (CPA) মার্কেটপ্লেস থেকে টাকা তোলার মাধ্যম কি?
উওর: আপনি চেক,পাইওনিয়ার কার্ড অথবা ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
# আপনাদের সি পি এ (CPA) কোর্স করার পর সকলের ইনকাম কি নিশ্চিত?
উওর: ১০০% নিশ্চিত। তবে অব্যশই আমাদের দেখানো পদ্ধতিতে কাজ করতে হবে।
===================================================
ইউটিউব মার্কেটিং
===================================================
১। ইউটিউব মার্কেটিং কি
২। বর্তমান বিশ্বে এর চাহিদা কেমন
৩। আমরা কেন ইউটিউব মার্কেটিং করব।
৪। ইউটিউব মার্কেটিং নিয়ে ক্যারিয়ার শুরু করলে কি কি সুবিধা পাবেন ।
৫| ইউটিউব মার্কেটিং এ CBA IT আপনাকে কি কি সহযোগীতা করবে?
===================================================
আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বাংলাদেশের প্রায় ৩ লক্ষ্য তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন। তবে এই সেক্টরে সফলতার জন্য আগে থেকেই বিষয়গুলো জেনে নেয়া উচিত।
.
বর্তমানে আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশীরা সবচেয়ে বেশী যেইসব কাজ করছেন তার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট , রেসপনসিভ ওয়েব ডিজাইন , সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন , ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট , গ্রাফিক্স ডিজাইন , ইমেইল মার্কেটিং , ব্লগিং এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং সহ আরো অনেক কাজ। এখন রাজশাহীতে আছে বিশ্ব মানের আই টি ইন্সটিটিউট CBA IT & Freelancing Institute ।

wordpress , MySQL , Oracol