সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা জরুরি

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা জরুরি

ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে যেভাবে প্রযুক্তির সুবিধা বাড়ছে তেমনি সাইবার অপরাধের প্রবণতাও বাড়ছে।

তাই এ ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। একেবারে তৃণমূল পর্যায়ে এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম খুব জরুরি। সরকারও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

শনিবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘সাইবার অপরাধ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব বলেন। কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজন করে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়শা খান।

অন্যদের মধ্যে ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই সাবেক জয়েন্ট ডিরেক্টর (টেকনিক্যাল) আবু রায়হান, এএনএফএল প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল করিম, সিসিএ ফাউন্ডেশনের সদস্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মো. মেহেদী হাসান, কম্পিউটার সার্ভিস লিমিটেডের হেড অব টেকনোলোজি আল ফারুক ইবনে নাজিম, সিসিএ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক কাজী মুস্তাফিজ ও সদস্য আলী ওয়ামিম খান।

বেগম ওয়াসিকা আয়শা খান বলেন, সব বয়সী ও সব পেশার মানুষ সাইবার ক্রাইমের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে। এজন্য সবার মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন। গ্রামের মানুষদের জন্যও খুব বেশি সচেতনতামূলক কার্যক্রম দরকার।

সরকারও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। সারা দেশে একেবারে গ্রাম পর্যায়েও সরকার সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম হাতে নিচ্ছে। সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে সবাইকে সাইবার অপরাধ সচেতনতামূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।