এইচপি ল্যাপটপে ক্ষতিকর প্রোগ্রাম!

সুইজারল্যান্ডের একটি তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান মডজিরো তাদের সাম্প্রতিক এক ব্লগ পোস্টে লিখেছে, এইচপি নির্মিত বেশ কিছু মডেলের ল্যাপটপে কি-লগার (ক্ষতিকর প্রোগ্রাম) ইনস্টল করা আছে। এইচপির দুই ডজনের বেশি মডেলের ল্যাপটপের অডিও ড্রাইভারে এমন কিছু বৈশিষ্ট্য পাওয়া গেছে, যেগুলো কম্পিউটারের প্রতিটি কি-প্রেস সংরক্ষণ করে রাখে। ফলে ব্যবহারকারীদের ইউজারনেম ও পাসওয়ার্ডও সেইভ করে রাখছে এই অডিও