কারিগরী শিক্ষা বোর্ডের চেয়াম্যান পদও প্রশাসন ক্যাডারর দখলে যাচ্ছে!

কারিগরী শিক্ষা বোর্ডের চেয়াম্যান পদও প্রশাসন ক্যাডারর দখলে যাচ্ছে! বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রশাসন ক্যাডারের একজন যুগ্ম-সচিবকে বসানোর পায়ঁতারা চলছে বলে খবর পাওয়া গেছে। চারদিন ধরে চেয়ারম্যান পদ খালি রয়েছে। বোর্ডের বর্তমান সচিব কারিগরী শিক্ষা ক্যাডার থেকে উপ-সচিব হয়েছেন বহু আগেই। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতেই চেয়ারম্যান পদে বর্তমান বোর্ড সচিবকে বসানোর জন্য একটি ফাইল ওঠানো হয় বলে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। সম্প্রতি বোর্ডে জনবল নিয়োগ নিয়ে কয়েকজন কর্মকর্তার মধ্যে ব্যাপক লেনদেন, অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছে। কারিগরী শিক্ষা সমিতির নেতারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা চেয়ারমান পদে একজন যোগ্য শিক্ষকে বসানোর আহবান জানিয়েছেন।